রাজধানীর কারওয়ান বাজারস্থ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আজ বুধবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে আইসিসি পুরুষ বিশ্বকাপ ট্রফির প্রদর্শনী।
বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ ভ্রমণের শেষ দিন আজ। শেষ দিনে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে ট্রফিটি। নির্দিষ্ট দূরত্ব থেকে ছবি তোলার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ট্রফিটি থাকবে রাত ৮টা পর্যন্ত।
অধিক সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি। বসুন্ধরা সিটি থেকে রাতেই কুয়েতের উদ্দেশে ঢাকা ছাড়বে বিশ্বকাপ ট্রফি।
এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রফিটি রাখা হয় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে জাতীয় দলের ক্রিকেটার, নারী ক্রিকেটার, বিকেএসপির ক্রিকেট বিভাগের ছাত্র, গণমাধ্যম কর্মী, মাঠকর্মীসহ ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই ছবি তোলেন।