সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

আমেরিকায় হতাশা থেকে আত্মহত্যার ঘটনা ক্রমশ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

আমেরিকায় হতাশা থেকে আত্মহত্যার ঘটনা ক্রমশ বাড়ছে। ২০২২ সালে যুক্তরাষ্ট্রে ৪৯ হাজারেরও বেশি মানুষ আত্মহত্যা করেছেন, যা ইতিহাসে সর্বোচ্চ।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বৃহস্পতিবার এই পরিসংখ্যান প্রকাশ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আত্মহত্যার হার সেখানে একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

১৯৪১ সালে যুক্তরাষ্ট্রে আত্মহত্যার হার ছিল সর্বোচ্চ। এরপর ২০০০ সালের পর থেকে ২০১৮ সাল পর্যন্ত এই হার উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০১৮ সালে ৪৮ হাজার ৩০০ জন আত্মহত্যা করেছিলেন, যা ছিল সে বছরের সর্বোচ্চ রেকর্ড।

তবে ২০২২ সালে সেই রেকর্ড ভেঙে ৪৯ হাজার ৪৪৯ জন আত্মহত্যা করেন, যা ২০১৮ সালের তুলনায় ৩ শতাংশ বেশি।

সিডিসির তথ্য অনুযায়ী, ২০২২ সালে আত্মহত্যাকারীদের মধ্যে প্রায় ৭০ শতাংশই ছিলেন পুরুষ।

পাঠকপ্রিয়