ইউক্রেনের সকল সামরিক নিয়োগ কেন্দ্রের প্রধানদের দুর্নীতির দায়ে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুক্রবার এই শীর্ষ নিয়োগকর্তাদের বিরুদ্ধে পেশাগত হয়রানি এবং যুদ্ধযোগ্য যুবকদের দেশের বাইরে পাঠানোর মতো অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়।
জেলেনস্কি বলেন, যুদ্ধের সময় দুর্নীতি ও ঘুষ রাষ্ট্রদ্রোহের সমতুল্য। নতুন করে নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে শীর্ষ জেনারেল ভ্যালেরি জালুজনিকে। নতুন প্রার্থীদের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউ’র অনুমোদন পেতে হবে।
জেলেনস্কি বলেন, যুদ্ধে অনেকে অঙ্গ হারিয়েছেন, আহত হয়েছেন, প্রাণ দিয়েছেন। তাদের সম্মান রক্ষার্থে দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে হবে।
প্রায় ১৮ মাস ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে দুর্নীতি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জেলেনস্কি জানান, নিয়োগ কেন্দ্রগুলোর বিরুদ্ধে ১১২টি অপরাধের অভিযোগ রয়েছে। অভিযুক্তদের বিচারের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।