সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

লুনা-২৫: রাশিয়ার চন্দ্রাভিযান ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক

অবতরণের আগেই নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের বুকে আছড়ে পড়েছে রাশিয়ার চন্দ্রযান ‘লুনা-২৫’।

রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ করপোরেশন রসকসমস রবিবার (২০ আগস্ট) সকালে জানিয়েছে, শনিবার বিকালে ‘লুনা-২৫’-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একটি অপ্রত্যাশিত কক্ষপথে চলে যাওয়ার পর চন্দ্রপৃষ্ঠের সঙ্গে সংঘর্ষে ধ্বংস হয় মনুষ্যবিহীন এই চন্দ্রযানটি।

প্রায় ৫০ বছরের মধ্যে রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান ছিল এটি। লুনা-২৫ চাঁদের দক্ষিণ মেরুর নরম স্থানে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু প্রাক-অবতরণ কক্ষপথে প্রবেশের সময় জরুরি পরিস্থিতির সম্মুখীন হয়।

উল্লেখ্য, দক্ষিণ মেরুতে এখনো কোনো দেশের মহাকাশযান অবতরণ করতে পারেনি। যুক্তরাষ্ট্র ও চীনের যান চাঁদের নরম অংশে অবতরণ করেছে। রাশিয়ার এই চন্দ্রযানটি আগামী সোমবার চাঁদের বুকে অবতরণের কথা ছিল।

গত জুনে রসকসমস প্রধান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছিলেন, এই অভিযান ঝুঁকিপূর্ণ।

পাঠকপ্রিয়