সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

আরব আমিরাতের ঐতিহাসিক জয়: নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতা

নিজস্ব প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ২০শে আগস্ট, ২০২৩। সিরিজের দ্বিতীয় ম্যাচে টেস্ট প্লেয়িং দেশ নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ঐতিহাসিক জয় তুলে নিলো আরব আমিরাত।

জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বাইরে আইসিসির পূর্ণ সদস্য কোন দলের বিপক্ষে এটিই আরব আমিরাতের প্রথম জয়। একইসাথে দুবাইয়ের মাঠে ও নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রথম জয় পেলো তারা। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে আরব আমিরাত। প্রথম ম্যাচে ১৯ রানে জয় পেয়েছিলো নিউজিল্যান্ড।

গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে সংযুক্ত আরব আমিরাত। ব্যাট করতে নেমে আরব আমিরাতের বাঁ-হাতি স্পিনার আয়ান আফজাল খানের (৩/২০) ঘূর্ণিতে পড়ে ৩৮ রানেই ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। চ্যাড বোয়েস (২১), মিচেল স্যান্টনার (১) ও ড্যান ক্লেভার (০) আফজালের শিকার হন।

মার্ক চাপম্যান (৬৩) ও জেমস নিশাম (২১) ৬ষ্ঠ উইকেটে ৫৩ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। চাপম্যানের হাফ-সেঞ্চুরিতে নিউজিল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে।

জবাবে ১৪৩ রানের লক্ষ্যে প্রথম ওভারেই আরিয়ানাশ শর্মাকে (০) হারায় আরব আমিরাত। দ্বিতীয় উইকেটে অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম (৫৫) ও বৃত্তিয়া অরবিন্দ (২৫) ৪০ রানের জুটি গড়ে দলকে সামনে এগিয়ে নেন। ওয়াসিম ও আসিফ খান (৪৮*) ৩য় উইকেটে ৫৬ রান যোগ করে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন।

আরব আমিরাত ১৫.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৪ রান করে জয় নিশ্চিত করে। আসিফ ২৯ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের সাউদি, স্যান্টনার ও জেমিসন ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন আরব আমিরাতের আফজাল। আজ একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও আরব আমিরাত।

পাঠকপ্রিয়