সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

সুপ্রিম কোর্টের নির্দেশনা: ভার্চুয়ালি শুনানিতে অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা অনুসারে, মামলার পক্ষগণ, আইনজীবী ও সাক্ষীরা এখন ভার্চুয়ালি বিচারিক শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন।

রবিবার (২০২৪ সালের ২১শে অক্টোবর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০-এর ক্ষমতাবলে প্রধান বিচারপতি এই নির্দেশনা জারি করেছেন।

এই নির্দেশনার ফলে কারাগার, হাসপাতাল, এমনকি দেশের বাইরে থেকেও বিচারপ্রার্থীরা শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন।

ভার্চুয়াল শুনানিতে অংশগ্রহণের জন্য আদালতপ্রান্তে এবং দূরবর্তী প্রান্তে একজন করে সমন্বয়কারী থাকবেন।

প্রধান বিচারপতি কর্তৃক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।

পাঠকপ্রিয়