সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৮ জন এবং ঢাকার বাইরে ৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০৬ জন।

একই সময়ে নতুন করে ২ হাজার ৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৫৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২১৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭ হাজার ৮২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি হাসপাতালে ৩ হাজার ৫৮০ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ২৪৫ জন রোগী ভর্তি আছেন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১ লাখ ৬ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫০ হাজার ২৭ জন এবং ঢাকার বাইরে ৫৫ হাজার ৪০২ জন।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৩৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২২২ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৯৮ জন।

পাঠকপ্রিয়