দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৮ জন এবং ঢাকার বাইরে ৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০৬ জন।
একই সময়ে নতুন করে ২ হাজার ৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৫৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২১৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭ হাজার ৮২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি হাসপাতালে ৩ হাজার ৫৮০ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ২৪৫ জন রোগী ভর্তি আছেন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১ লাখ ৬ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫০ হাজার ২৭ জন এবং ঢাকার বাইরে ৫৫ হাজার ৪০২ জন।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৩৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২২২ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৯৮ জন।