সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

চট্টগ্রামের তিন সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের তিনটি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন অধ্যক্ষরা হলেন:

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ: ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন।

সরকারি কমার্স কলেজ: খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক মো. শাহ আলমগীর।

পটিয়া সরকারি কলেজ: সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ ফেরদৌস আলম।

রাষ্ট্রপতির আদেশক্রমে তারা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন। আগামী ৫ নভেম্বরের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে।

পাঠকপ্রিয়