চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজির পাড়া দেওয়ানজি দিঘির পুকুর পাড়ের দক্ষিণে জনগুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কটি পানির স্রোতে ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যয়ের মুখে।
সড়কটির বর্তমান অবস্থা এমন যে, সিএনজি অটোরিকশা, রিকশা এবং মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারছে না।
স্থানীয়দের অভিযোগ, সংস্কারের কয়েক মাসের মাথায় খালের পানির স্রোতে সড়কটি ভেঙে যায়। অব্যাহত ভাঙনের ফলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, দরবেশ হাট থেকে উজিরভিটা হয়ে সুখছড়ি আব্দুল খালেক শাহ সংযোগ সড়কটির সংস্কার কাজ চলতি বছরের এপ্রিল মাসে শেষ হয়। কিন্তু একই বছরের জুলাই-আগস্ট মাসে বর্ষার সময় সড়ক ঘেঁষা সুখছড়ি খালের পানি বৃদ্ধি পেয়ে সড়কটির প্রায় ১০০ মিটার অংশ ভেঙে যায়।
স্থানীয় বাসিন্দা মো. রাসেল জানান, “আমাদের সড়কটি নতুনভাবে কার্পেটিং করা হয়েছে ছয় মাস আগে। কিন্তু বৃষ্টির কারণে কয়েক মাসের মাথায় ভেঙে গেছে। এ সড়কটি আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা।”
আরেক বাসিন্দা কুতুবউদ্দিন বলেন, “এখন সিএনজি, রিকশা এবং মোটরসাইকেল অর্থাৎ ছোট গাড়ি ছাড়া বড় গাড়ি চলতে পারছে না। এটি দ্রুত সংস্কার করা না হলে যে ছোট গাড়িগুলো চলছে সেগুলোও চলতে পারবে না।”
তিনি আরও জানান, এই সড়কটি দিয়ে উজিরভিটা উচ্চ বিদ্যালয়, হামিদিয়া মাদ্রাসা, খালেকিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করেন।
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা প্রকৌশলী ইফরাদ বিন মুনির বলেন, ভাঙন কবলিত সড়কটি জরুরি ভিত্তিতে মেরামত করা হবে।