মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

চট্টগ্রামে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক

গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর জন্ম দ্বিশতবার্ষিকী উপলক্ষ্যে মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪-২৫ এর আয়োজন করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের খুলশীস্থ মাইজভাণ্ডারী খানকা শরীফে প্রতিযোগিতার চট্টগ্রাম অডিশন অনুষ্ঠিত হয়।

অডিশনের উদ্বোধন করেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)।

প্রতিযোগিতায় মোট ২৫০ জন কুরআনে হাফেজ অংশগ্রহণ করেন। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে ২০ জন প্রতিযোগী পরবর্তী রাউন্ডে অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড পান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সৈয়দুল হক খান এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।

এছাড়াও উপস্থিত ছিলেন মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদ, চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদ, চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদ এবং বিভিন্ন উপজেলা, থানা ও শাখার কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, সারাদেশের সকল জেলা ও বিভাগীয় শহরে পর্যায়ক্রমে এই প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয়