হাটহাজারীতে চলন্ত প্রাইভেট কারে আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন চালক।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে হাটহাজারী পৌরসভার বাস স্টেশন সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরী থেকে হাটহাজারীর দিকে আসার সময় ঢাকা মেট্রো গ ২৭-৫৫৬৮ নম্বরের প্রাইভেট কারটিতে হঠাৎ আগুন লেগে যায়। চালক মানিক গাড়ি থামিয়ে নামার আগেই আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কার চালক মানিক জানান, “হঠাৎ করে গাড়ির পিছনের সিট থেকে আগুন বেরোতে দেখি। কিভাবে আগুন লেগেছে বুঝতে পারছি না।”
এদিকে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে ফেলেছে।
হাটহাজারী বাস স্টেশনে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট আমিনুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।