মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৬ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবু সাঈদ। প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত ডিআইজি হিসেবে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদকে।

এছাড়াও, উপ-পুলিশ কমিশনার সাদিরা খাতুনকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, পৃথক আরেকটি আদেশে অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল ওয়ারীশকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিনকে একই পদে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে এবং মুহাম্মদ মঞ্জুর মোর্শেদকে পুলিশ সুপার হিসেবে নৌ-পুলিশে বদলি করা হয়েছে।

পাঠকপ্রিয়