বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডান চোখে গুলিবিদ্ধ হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শুভ হোসেন। গুলি মাথার মধ্যে থেকে যাওয়ায় প্রায়ই তীব্র যন্ত্রণায় ভুগছেন তিনি।
গত ১৬ জুলাই চট্টগ্রাম নগরের মুরাদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার সময় অস্ত্রধারীদের ছোড়া গুলিতে আহত হন শুভ।
শুভ জানান, মুরাদপুরে ছাত্রলীগ-যুবলীগের সাথে সংঘর্ষের এক পর্যায়ে তার ডান চোখে গুলি লাগে। আহত অবস্থায় তাকে কেউ হাসপাতালে নিয়ে যেতে রাজি না হওয়ায় নিজেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
এ পর্যন্ত দুই দফা অস্ত্রোপচার করা হলেও চোখের ভেতর থেকে গুলি বের করা সম্ভব হয়নি। আগামী মাসে তার তৃতীয় দফা অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। তবে ডাক্তাররা জানিয়েছেন, ডান চোখে আর কোনদিন দেখতে পাওয়ার সম্ভাবনা নেই।
চোখের সমস্যার কারণে শুভ পড়াশোনা করতে পারছেন না। ৩০ অক্টোবর থেকে শুরু হওয়া চতুর্থ বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না তিনি। বিভাগের শিক্ষকরা পরীক্ষা পরের বছর নেওয়ার আশ্বাস দিলেও শুভর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
শুভর অভিযোগ, সরকার কিংবা স্থানীয় প্রশাসনের কেউ তার পাশে দাঁড়ায়নি। চিকিৎসা, যাতায়াত এবং থাকা-খাওয়া বাবদ অনেক টাকা ব্যয় হচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে নিজের সমস্যার কথা জানাতে চান এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের দাবি জানান।
এদিকে, শুভর এই ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।