সচল ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে অঞ্চলভিত্তিক ওয়্যারহাউজ নির্মাণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে ওয়্যারহাউজ নির্মাণের জন্য জমি খুঁজতে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলে ইভিএমের সুরক্ষা নিশ্চিত করতে ওয়্যারহাউজ তৈরির পরিকল্পনা করছে ইসি। এর অংশ হিসেবে চট্টগ্রামেও ওয়্যারহাউজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, চট্টগ্রামে বিভিন্ন নির্বাচনে ব্যবহৃত ৫১০ সেট ইভিএম জেলার ছয়টি উপজেলায় সরকারি প্রতিষ্ঠান ও স্কুল-কলেজে পড়ে আছে। ওয়্যারহাউজ না থাকায় ইভিএমগুলো নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, “ইভিএম সংরক্ষণে ওয়্যারহাউজ নির্মাণ করা হবে। এই ব্যাপারে জায়গা দেখতে বলা হয়েছে। আমার কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। এই ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা অফিসারকে দায়িত্ব দিয়েছি।”
সিনিয়র জেলা নির্বাচন অফিসার চট্টগ্রাম মোহাম্মদ এনামুল হক বলেন, “ইভিএম সংরক্ষণের জন্য ওয়্যারহাউজ নির্মাণের জন্য জায়গা খোঁজা হচ্ছে। আমাদের জেলা অফিসে ইভিএম নেই। উপজেলায় রয়েছে। উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও আমাদের অফিসে রাখা হয়েছে।”
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে সচল ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো সংরক্ষণের জন্য ওয়্যারহাউজ নির্মাণ করা না গেলে সচল মেশিনগুলোও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাবে।
এই অবস্থায় ১০টি অঞ্চলে ইভিএম সংরক্ষণের জন্য ওয়্যারহাউজ তৈরি করার প্রতি জোর দিয়েছে নির্বাচন কমিশন। ইভিএম প্রকল্প পরিচালক ও সব আঞ্চলিক কর্মকর্তাকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছে ইসি সচিবালয়।