জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারীদের সাহসী ভূমিকা চিরস্মরণীয় করে রাখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের দেয়ালে গ্রাফিতির মাধ্যমে নারীদের বীরত্বগাথা ফুটিয়ে তুলেছে তারা।
এই গ্রাফিতিতে উঠে এসেছে ২৯ জুলাই জামালখান মোড়ে পুলিশের হাত থেকে আন্দোলনকারীদের ছিনিয়ে আনার ঘটনা, বৈষম্য বিরোধী আন্দোলনে গ্রেপ্তার হওয়া সানিয়াতকে তার মায়ের কাঁধে হাত রেখে সাহস যোগানোর ঘটনা এবং ৩১ জুলাই হাইকোর্ট মোড়ে নুসরাতের একাই প্রিজন ভ্যান আটকে দেওয়ার ঘটনা।
গ্রাফিতির পাশে লেখা হয়েছে, ‘প্রতিটি বোন যদি এভাবেই সুরক্ষার দেয়াল হবে, বাংলার প্রতিটি ভাই সংকটে উঠবে জেগে বিদ্রোহ বিপ্লবে।’ এবং ‘বাংলার প্রতিটি মা সাহসী হয়ে উঠুক, প্রতিটি সন্তান দেশের তরে জীবন বাজি রাখতে শিখুক’।
চবি ছাত্রদলের এই উদ্যোগ জুলাই বিপ্লবে নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছে এবং নারীদের সাহসিকতার প্রতি সম্মান প্রদর্শন করেছে।