মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

লোহাগাড়া রেলওয়ে স্টেশনে থামছে না ট্রেন: স্থানীয়দের ক্ষোভ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

দোহাজারী–কক্সবাজার রেললাইন উদ্বোধনের এক বছর পেরিয়ে গেলেও লোহাগাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন না থামায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ট্রেন যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এই রুটে বর্তমানে ‘পর্যটক এক্সপ্রেস’, ‘কক্সবাজার এক্সপ্রেস’ এবং ‘ঈদ স্পেশাল’ নামে তিনটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। ঢাকা থেকে ছাড়া ‘পর্যটক’ ও ‘কক্সবাজার এক্সপ্রেস’ ননস্টপ চলাচল করে। অন্যদিকে, ‘ঈদ স্পেশাল’ চট্টগ্রাম থেকে ছেড়ে ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা এবং রামু স্টেশনে থেমে কক্সবাজার পৌঁছায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯২৯ সালে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি চট্টগ্রাম–ষোলশহর লাইন নির্মাণ করে। পরবর্তীতে ১৯৩০ সালে ষোলশহর–নাজিরহাট এবং ১৯৩১ সালে দোহাজারী লাইন চালু হয়।

২০১০ সালে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মায়ানমারের ঘুনধুম পর্যন্ত ১২৮ কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। ২০২৩ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারী–কক্সবাজার রেললাইন উদ্বোধন করেন।

‘নিরাপদ সড়ক চাই’ লোহাগাড়া উপজেলার সভাপতি মোজাহিদ হোসাইন সাগর জানান, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে প্রতিনিয়ত যানজটের কারণে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন। এ অবস্থায় রেল যোগাযোগ চালু হলেও লোহাগাড়া স্টেশনে ট্রেন না থামায় এলাকাবাসী রেলপথের সুবিধা থেকে বঞ্চিত।

চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান জানান, ‘ঈদ স্পেশাল’ ট্রেনটি ঈদের সময় চালু করা হলেও যাত্রী চাহিদার কারণে তা নিয়মিত করা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন যে, আগামী ২–৩ মাসের মধ্যে ‘ঈদ স্পেশাল’ লোহাগাড়া স্টেশনে থামবে।

এছাড়াও, এই রুটে নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

পাঠকপ্রিয়