মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

কাজীর দেউড়ি শিশু পার্ক: থিমপার্ক হিসেবে গড়ে তুলতে চায় চসিক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের সার্কিট হাউজ সংলগ্ন কাজীর দেউড়ি শিশু পার্কটি উচ্ছেদের ১৩ মাস পূর্ণ হচ্ছে আগামীকাল। উচ্ছেদের পর থেকে জায়গাটি খালি পড়ে থাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) সেখানে সবুজায়নের মাধ্যমে থিমপার্ক নির্মাণের পরিকল্পনা করছে।

এ লক্ষ্যে জায়গাটি চসিকের অধীনে বরাদ্দ চেয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র বলেন, “মাঠটি যদি আমরা পাই সেখানে সবুজায়ন করা হবে। পরিকল্পিতভাবে থিমপার্ক করে সবার জন্য উন্মুক্ত করা হবে। শহরে সবুজ ও শিশু-কিশোরদের বিনোদনের জায়গা কম।”

তিনি আরও বলেন, “পার্কটি উঠিয়ে দিলে পরে যাদুঘরও উঠিয়ে দেওয়া যাবে, এমন হীন মানসিকতা থেকেই মূলত এটি করা হয়েছে।”

চসিকের প্রস্তাবে বলা হয়, ৬০ বর্গমাইলের চট্টগ্রামে ৭০ লক্ষাধিক মানুষের বসবাস। নগরবাসীর জন্য পর্যাপ্ত উন্মুক্ত পার্ক নেই। জিয়া জাদুঘরের সামনের জায়গাটিতে থিমপার্ক নির্মাণ করলে নগরবাসীর সুস্থ বিনোদনের ব্যবস্থা হবে।

নগর পরিকল্পনাবিদরাও মনে করেন, চট্টগ্রামে সবুজের অভাব পূরণে এই উদ্যোগ ইতিবাচক।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (বাস্থই) চট্টগ্রাম চ্যাপটারের চেয়ারম্যান আশিক ইমরান বলেন, “যেভাবেই হোক এটাকে সবুজ করা ছাড়া বিকল্প নেই।”

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শাহ জালাল মিশুক বলেন, “কাজীর দেউড়ি শিশু পার্ক বন্ধ হওয়া দুঃখজনক। নগরবাসীর জন্য ৪১টি ওয়ার্ডে ৪১টি পার্ক দরকার।”

উল্লেখ্য, শিশু পার্কটির মূল মালিক প্রতিরক্ষা মন্ত্রণালয়। ১৯৯২ সালে চসিককে এর ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়। পরে চসিক একটি বেসরকারি প্রতিষ্ঠানকে এটি ইজারা দেয়। চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে ২০২৩ সালের ২৩ অক্টোবর পার্কটি সীলগালা করে জেলা প্রশাসন।

পাঠকপ্রিয়