বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদচট্টগ্রামআইনজীবী সাইফুলের কবর জেয়ারতকালে অঝোরে কাঁদলেন হাসনাত ও শাহজাহান...

আইনজীবী সাইফুলের কবর জেয়ারতকালে অঝোরে কাঁদলেন হাসনাত ও শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ইসকন সমর্থকদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে কবর জেয়ারতকালে অঝোর ধারায় কাঁদলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জামায়াতের চট্টগ্রাম মহানগর আমির সাবেক সংসদ সদস্য এবং সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।

কবর জেয়ারতকালে কান্নারত অবস্থায় হাসনাত আবদুল্লাহ ও আলহাজ্ব শাহজাহান চৌধুরী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

বুধবার (২৭ নভেম্বর) বাদে মাগরিব চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ফারাঙ্গা গ্রামে চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত করতে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে লোহাগাড়ার চুনতি ফারাঙ্গা গ্রামে শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান, জামায়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী, জামায়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, ডেপুটি এটর্নি জেনারেল এ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন, জামায়াতে ইসলামী বাংলাদেশ লোহাগাড়া উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম, বড়হাতিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ, আইনজীবী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।

এই বিভাগের আরও পড়ুন