বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
প্রচ্ছদরাজনীতিহাটহাজারীতে ছাত্রদলের মানববন্ধন: গুম ও নির্যাতনের বিচার দাবি

হাটহাজারীতে ছাত্রদলের মানববন্ধন: গুম ও নির্যাতনের বিচার দাবি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়ন ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে হাটহাজারীতে মানববন্ধন করেছে ছাত্রদল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ২টায় হাটহাজারী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকি।

হাটহাজারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরমান আজীমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো. মোরশেদের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী আব্দুল মুবিন, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী রকি, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরেফিন আহমেদ সাইফুল, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক সাদ্দাম, শিমুল নাথ, জেলা ছাত্রদল নেতা তসিফ মনি, রিপন নাথ, হাটহাজারী পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজালাল ফরহাদ, জিয়াউর রহমান কলেজের সদস্য সচিব রিয়াজ উদ্দিন সম্রাট, মেখল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াসিন ফরহাদ, ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল, উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য নাছির, আরিফ, আরফাত, রিজোয়ান, নাইয়ুম তাইসীর, ফয়সাল, হোসেন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে গুম, নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনাগুলোর তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানান।

এই বিভাগের আরও পড়ুন