বন্দরনগরী চট্টগ্রামে পানি চুরি ও অপচয় রোধে ৩ হাজার ৭শ’ কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এই প্রকল্পের আওতায় ৮৬ হাজার ৩০৯ গ্রাহকের বর্তমানের ম্যানুয়েল মিটার পরিবর্তন করে ডিজিটাল মিটার স্থাপন করা হবে। বিশ্বব্যাংক এই প্রকল্পের সম্পূর্ণ অর্থায়ন করবে।
এটি বাস্তবায়িত হলে ওয়াসার সিস্টেম লস ৩০-৩৫ শতাংশ থেকে ১০ শতাংশের নিচে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের আওতায় ৫৫টি ডিপ টিউবওয়েল স্থাপন, নষ্ট পাইপলাইন পরিবর্তন, ওয়াসার বিলিং সিস্টেম অটোমেশন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে।
বর্তমানে ওয়াসার ৮৬ হাজার ৩০৯ জন গ্রাহক রয়েছে। তাদের মিটার রিডিং নেওয়ার জন্য মাত্র ৩৮ জন মিটার রিডার রয়েছেন। ফলে অনেক সময় মিটার রিডাররা মিটারের কাছে না গিয়ে আন্দাজে বিল করে থাকেন, যার ফলে পানি চুরি এবং অপচয় বেড়ে যায়।
নতুন প্রকল্পে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মিটার রিডিং নেওয়া হবে। একজন কর্মকর্তা গাড়িতে করে একটি এলাকা দিয়ে যাবেন এবং ওই এলাকার সকল ডিজিটাল মিটারের রিডিং স্বয়ংক্রিয়ভাবে একটি রিসিভারে রেকর্ড হবে।
এই প্রকল্পের মাধ্যমে পানি চুরি রোধের পাশাপাশি গ্রাহক সেবা বৃদ্ধি পাবে এবং নগরীর প্রতিটি বাড়িতে পানি পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম জানিয়েছেন, আগামী বছরের মাঝামাঝি সময়ে এই প্রকল্পের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।