শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদলিডতমা তুঙ্গী: পাহাড়, মেঘ ও সূর্যের মিলনমেলা

তমা তুঙ্গী: পাহাড়, মেঘ ও সূর্যের মিলনমেলা

বান্দরবান প্রতিনিধি

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের থানচি উপজেলায় অবস্থিত তমা তুঙ্গী পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই স্পট থেকে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা অত্যন্ত রোমাঞ্চকর। প্রায় আড়াই হাজার ফুট উচ্চতায় অবস্থিত তমা তুঙ্গী থেকে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং, দ্বিতীয় সর্বোচ্চ কেওক্রাডং এবং উঁচু সড়ক ডিম পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করা যায়।

থানচি সদর থেকে ৪ কিলোমিটার এবং বান্দরবান জেলা সদর থেকে ৮৯ কিলোমিটার দূরে অবস্থিত এই স্পটটিতে মোটরসাইকেল বা যেকোনো চার চাকার গাড়িতে যাওয়া যায়। ২০২১ সালের ৯ ডিসেম্বর সেনাবাহিনীর তত্ত্বাবধানে এটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। স্পটটিতে দুটি ভিউ পয়েন্ট, সৌন্দর্য অবলোকন টাওয়ার, ফোয়ারা, বসার স্থান এবং বিভিন্ন শিল্পকর্ম রয়েছে।

স্থানীয়দের মতে, তমা তুঙ্গীর সৌন্দর্য বহুমাত্রিক। শীতকালে কুয়াশা এবং বর্ষায় মেঘের লুকোচুরি খেলা এখানকার প্রধান আকর্ষণ। তবে সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য হলো সূর্যাস্ত। গোধূলিবেলায় চারপাশের পাহাড় হলুদ আভায় এক অপার্থিব রূপ ধারণ করে। সন্ধ্যা নামার পর চাঁদের আলোয় স্পটটি আরও রহস্যময় হয়ে ওঠে, যদিও নিরাপত্তার কারণে রাতে সেখানে অবস্থান করা বিপজ্জনক।

বর্তমানে সামগ্রিক পরিস্থিতির কারণে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে থানচি ভ্রমণে সাময়িক নিরুৎসাহের ঘোষণা দেওয়ায় পর্যটকদের আনাগোনা কমে গেছে। স্থানীয় ব্যবসায়ী ও দর্শনার্থীরা পর্যটন পুনরায় চালুর দাবি জানিয়েছেন। তাদের মতে, পর্যটন বন্ধ থাকায় থানচির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান চৌধুরী জানান, থানচিতে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। পর্যটকদের ভ্রমণে সাময়িক বিধিনিষেধের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

এই বিভাগের আরও পড়ুন