শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
প্রচ্ছদসারাদেশতিন দিনের চিকিৎসায় সুস্থ হয়ে বনে ফিরল রাঙামাটির অসুস্থ...

তিন দিনের চিকিৎসায় সুস্থ হয়ে বনে ফিরল রাঙামাটির অসুস্থ বন্য হাতি

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির লংগদু উপজেলার রাঙিপাড়া সংরক্ষিত বনে অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া একটি এশিয়ান বন্য হাতি তিন দিনের চিকিৎসায় সুস্থ হয়ে বনে ফিরে গেছে।

গত রোববার স্থানীয়রা হাতিটিকে আহত অবস্থায় দেখতে পায়। হাতিটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত থাকায় তার চলাফেরা সীমিত হয়ে পড়েছিল। খবর পেয়ে বন বিভাগের এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ঘটনাস্থলে পৌঁছে হাতিটির সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মেডিকেল অ্যান্ড সার্জারি বিভাগের একটি বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে চেতনানাশক প্রয়োগ করে চিকিৎসা প্রদান করে।

এ বিষয়ে ইআরটি সদস্য জয়নাল জানান, রোববার স্থানীয়দের মাধ্যমে হাতিটি অসুস্থ হওয়ার খবর পেয়ে তারা বন বিভাগকে জানান। পরবর্তীতে বন বিভাগের সহযোগিতায় সিভাসুর চিকিৎসক দল হাতিটির চিকিৎসা করে।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা সজীব মজুমদার জানান, বর্তমানে হাতিটি সুস্থ আছে এবং বনে ফিরে গেছে।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) উপ-বন সংরক্ষক মো. রেজাউল করিম চৌধুরী বলেন, হাতিটির চিকিৎসার জন্য তারা সিভাসু ও ডুলাহাজারা সাফারি পার্কের সহায়তা নিয়েছিলেন।

উল্লেখ্য, পাবত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন পাবলাখালী রেঞ্জে ১৩টি বন্য হাতি রয়েছে। বন বিভাগ মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে এলিফ্যান্ট রেসপন্স টিমের মাধ্যমে কাজ করে যাচ্ছে।

এই বিভাগের আরও পড়ুন