বাংলাদেশি আযহারীদের প্রাণের সংগঠন ‘আল-আযহার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ’-এর ৮ম দ্বি-বার্ষিক নির্বাচন ও সাধারণ সভা ২৫ জানুয়ারি রাজধানী ঢাকার বনশ্রীর এক হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
এই সভায় আগামী দুই বছরের জন্য আল-আযহার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ-এর সদস্যদের প্রত্যক্ষ ভোটে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ শাহ নেওয়াজ হোসাইন আযহারী।
সেক্রেটারি জেনারেল ও ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে সাদিক মুহাম্মাদ ইয়াকুব আযহারী ও আকিবুল হক নুরুল্লাহ আযহারী।
সকাল দশটায় ফাউন্ডেশনের উপদেষ্টা ড. মঈন উদ্দিন আযহারীর দারসুল কুরআনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। সম্মেলনে বিগত দুই বছরের (২০২৩-২০২৪ সেশন) আর্থিক রিপোর্ট ও দ্বি-বার্ষিক প্রতিবেদন পেশ করেন যথাক্রমে সেক্রেটারি জেনারেল সাদিক মোহাম্মদ ইয়াকুব আযহারী ও অর্থ সম্পাদক মাযহারুল ইসলাম আযহারী। সংগঠনের বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তাবনা উপস্থাপন করেন বিগত সেশনের চেয়ারম্যান সৈয়দ শাহ নেওয়াজ হোসাইন আযহারী।
অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট দ্বায়ী শায়খ আবু হুরায়রা আযহারীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে ৮ম দ্বি-বার্ষিক নির্বাচন ও সাধারণ সভা সমাপ্ত হয়।
এই নির্বাচনের মাধ্যমে আল-আযহার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ তাদের কার্যক্রমকে আরো গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছে।