মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

বলুয়ারদীঘির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন বলুয়ারদীঘির পশ্চিম পাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাফর সওদাগর কলোনি পরিদর্শন করেছে এবি পার্টি। দলের চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার ঘটনাস্থলে যান।

প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় তারা অগ্নিকাণ্ডে নিহত মোহাম্মদ ইলিয়াস ও তার স্ত্রী পারভিন আক্তারের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের পরামর্শ দেন।

আহতদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের দ্রুত সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবি পার্টির নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে ছিদ্দিকুর রহমান বলেন, “৫৪ বছরেও আমরা চট্টগ্রাম মহানগরীকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে পারিনি। এই মৃত্যুর দায় কার? অপরিকল্পিত নগরায়ন ব্যবস্থাপনার কারণেই এই অগ্নিকাণ্ড।”

এবি পার্টির প্রতিনিধি দলে আরও ছিলেন চট্টগ্রাম মহানগর এবি যুব পার্টির নেতা রোটারিয়ান ওমর ফারুক, বাকলিয়া থানা সহ-সমন্বয়ক মোহাম্মদ আজগর, নূর আনোয়ার প্রমুখ।

পাঠকপ্রিয়