মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

বছরজুড়ে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ দিলো এনবিআর

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের জন্য বছরব্যাপী অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ চালু করেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর দিবসের পরেও অনলাইনে রিটার্ন দাখিলের সুবিধাটি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, আয়কর দিবসের পর রিটার্ন দাখিল করলে আয়কর আইন, ২০২৩ এর ৭৬ ধারা অনুযায়ী বিনিয়োগজনিত কর রেয়াত এবং অন্য কোনো কর অব্যাহতি পাওয়া যাবে না। এছাড়াও, কর দিবসে অপরিশোধিত করের ওপর আয়কর আইন, ২০২৩ এর ১৭৪ ধারা অনুযায়ী মাসিক ২ শতাংশ হারে (সর্বোচ্চ ২৪ মাস) অতিরিক্ত কর আরোপ করা হবে।

এনবিআর জানিয়েছে, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ব্যবস্থা করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। করদাতাদের চাহিদা ও মতামতের ভিত্তিতে এই প্রক্রিয়াকে আরও সহজ করা হয়েছে। এরই মধ্যে ১৪ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন এবং ১৮ লাখের বেশি করদাতা ই-রিটার্নের জন্য নিবন্ধন করেছেন।

এনবিআর অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকারী করদাতাদের ধন্যবাদ জানিয়ে এই সেবা গ্রহণে সবাইকে উৎসাহিত করেছে।

পাঠকপ্রিয়