মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

বিমানবন্দর সড়কে যানজট কমাতে চট্টগ্রাম বন্দরে অনলাইন গেট পাস সিস্টেম চালু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর সড়কের যানজট নিরসনে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এখন থেকে গাড়ির চালকেরা মোবাইল অ্যাপসের মাধ্যমে ঘরে বসেই গেট পাস সংগ্রহ করতে পারবেন, ফলে গেটে দীর্ঘ লাইনে অপেক্ষার দিন শেষ হলো। বন্দর কর্তৃপক্ষের এই নতুন উদ্যোগের ফলে সময় ও অর্থ উভয়েরই সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

বন্দর সূত্রে জানা গেছে, প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ হাজার গাড়ি চট্টগ্রাম বন্দরে প্রবেশ করে। এতদিন ধরে এসব গাড়ির চালক বা সহকারীদের বন্দরের সংরক্ষিত এলাকায় প্রবেশের জন্য নির্দিষ্ট অফিসে গিয়ে ম্যানুয়ালি গেট পাস সংগ্রহ করতে হতো। গেটে সেই পাস দেখানোর পরই কেবল গাড়ি ভেতরে প্রবেশ করতে পারত। এই প্রক্রিয়ায় বন্দরের সংশ্লিষ্ট বিভাগের কেরানিদের কাছে গেট পাস সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ জটলার সৃষ্টি হতো, যা বিমানবন্দর সড়কের যানজটকে আরও বাড়িয়ে দিত। এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হওয়ার আগে এই যানজটের কারণে বিমানযাত্রীদের ফ্লাইট মিস করার ঘটনাও নিয়মিত ছিল। হালিশহর, সল্টগোলা ক্রসিং, ইপিজেড, সিমেন্ট ক্রসিং, পতেঙ্গাসহ বিস্তীর্ণ এলাকার মানুষের জীবনযাত্রা বন্দরকেন্দ্রিক যানজটের কারণে দুর্বিষহ হয়ে উঠেছিল।

ম্যানুয়াল গেট পাস সংগ্রহের পদ্ধতিতে যানজটের পাশাপাশি চালক ও সহকারীদের অতিরিক্ত অর্থ খরচের অভিযোগও দীর্ঘদিনের। অভিযোগ রয়েছে, বন্দরের গেট পাসের নির্ধারিত ফির চেয়ে কেরানিরা বেশি টাকা আদায় করতেন। এমনকি খুচরো টাকা না থাকলে অনেক সময় পুরো টাকাটাই রেখে দিতেন তারা।

যানজট নিরসন, সময় সাশ্রয় এবং আর্থিক স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গেট পাস সিস্টেমকে অনলাইন করার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায়, আজ (এখানে তারিখ উল্লেখ করুন) থেকে বন্দরে অনলাইন গেট পাস ইস্যু করার কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এই অত্যাধুনিক সিস্টেমের উদ্বোধন করবেন।

নতুন সিস্টেমে গাড়ির চালক বা সহকারীদের আর গেট পাসের জন্য বন্দরের অফিসে যেতে হবে না। তারা মোবাইল অ্যাপসের মাধ্যমে সহজেই গেট পাস সংগ্রহ করতে পারবেন। বিকাশের মাধ্যমে গেট পাসের নির্ধারিত ফি পরিশোধ করার সুবিধাও রয়েছে। ফলে অতিরিক্ত টাকা আদায় বা খুচরো টাকার ঝামেলা থাকবে না। মোবাইলে ইস্যুকৃত গেট পাস দেখিয়েই গাড়িগুলো বন্দরের সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে পারবে।

অনলাইন গেট পাস ইস্যু করার ফলে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক যানজট অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে। বন্দর কর্তৃপক্ষের এই আধুনিকায়ন বিমানবন্দর সড়কের যানজট কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক অনলাইন গেট পাস ইস্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এই নতুন সিস্টেম বন্দরের সার্বিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি জানান, আজ সকালে বন্দরের ৪ নম্বর গেটে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে।

পাঠকপ্রিয়