সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

ধনী দেশগুলোর কাছে বাংলাদেশের ৫.৮ ট্রিলিয়ন ডলার পাওনা

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ধনী ও দূষণকারী দেশগুলোর কাছে বাংলাদেশের ৫.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার পাওনা রয়েছে।

সংস্থাটি তাদের ‘হু ওজ হু’ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করেছে, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির শিকার হয়েও বাংলাদেশ ‘উন্নয়নের নামে’ ৭৮ বিলিয়ন ডলারের বেশি বিদেশি ঋণে জর্জরিত।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৯৯২ সাল থেকে নিঃসরণ বিবেচনায় নিলে (২০১০ সালের মার্কিন ডলার সমতুল্যে) দূষণকারী দেশগুলোর কাছ থেকে বাংলাদেশের পাওনা ৫.৮ ট্রিলিয়ন ডলার।

অন্যদিকে, ২০২৪ সালে বিশ্বের ৫৪টি নিম্ন আয়ের দেশ বিদেশি ঋণের ফাঁদে আটকা ছিল। এসব দেশ তাদের জাতীয় উন্নয়নকে বিসর্জন দিয়ে ধনী দেশগুলোকে ১৩৮ বিলিয়ন ডলার পরিশোধ করেছে।

অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, ধনী দেশগুলো জলবায়ু ক্ষতিপূরণ পরিশোধের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এর ফলে নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের দেশগুলো বিদেশি ঋণের ফাঁদে পড়েছে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে নারী ও মেয়েরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু দূষণকারী ধনী দেশগুলো জলবায়ু ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় এর প্রভাব মোকাবিলায় বাধা সৃষ্টি হচ্ছে।

ফারাহ কবির ঋণ সংকট মোকাবিলায় বাংলাদেশের বিদেশি ঋণ প্রত্যাহার এবং ঔপনিবেশিক ঋণ কাঠামো থেকে মুক্তির আহ্বান জানিয়েছেন।

পাঠকপ্রিয়