চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ডক্টরেট অব লিটারেচার (ডি. লিট) ডিগ্রি প্রদান করা হবে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপাচার্যের অফিস কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে। এতে ২০২৩ সাল পর্যন্ত স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, সমাবর্তন আয়োজনের জন্য ইতোমধ্যে একটি কোর কমিটি এবং ১১টি উপ-কমিটি গঠন করা হয়েছে। সমাবর্তনের বিস্তারিত তথ্য, যেমন – অংশগ্রহণের জন্য শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য তথ্যাবলী শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিনসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টর এবং অন্যান্য দায়িত্বশীল শিক্ষকরা উপস্থিত ছিলেন। উপাচার্য সমাবর্তন আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ৫৫৮তম সিন্ডিকেট সভায় মে মাসের মাঝামাঝি সমাবর্তন করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথেও এ বিষয়ে আলোচনা হয়েছে।
উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ডি. লিট. সম্মাননা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে।” তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা সমাবর্তনে অংশগ্রহণে সম্মতি জানিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সমাবর্তনটিকেই প্রাধান্য দিয়েছেন।”