মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

পাহাড়তলীতে ঈদ কোচ মেরামতের ধুম, প্রস্তুত হচ্ছে স্ট্যান্ডিং ট্রেন

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলী কারখানায় শুরু হয়েছে অতিরিক্ত কোচ মেরামতের কাজ। ঈদযাত্রায় যাত্রীদের চাপ সামলাতে নিয়মিত ট্রেনের সাথে অতিরিক্ত কোচ সংযোজন এবং স্পেশাল ট্রেন চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পাহাড়তলী ওয়ার্কশপের কর্ম ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ আমীর উদ্দিনের দেওয়া তথ্যমতে, এবছর কারখানায় মোট ৯০টি কোচ মেরামত করা হচ্ছে। এর মধ্যে ৩০টি কোচের মেরামত সম্পন্ন হয়েছে এবং তা পরিবহন বিভাগকে হস্তান্তরের জন্য প্রস্তুত। বাকি কোচগুলোর মেরামত কাজ রমজানের মধ্যেই শেষ হবে।

তিনি আরও জানান, ফেব্রুয়ারির ১ তারিখ থেকে মেরামতের কাজ শুরু হয়েছে। ঈদ উপলক্ষে প্রতিটি ট্রেনে ৩ থেকে ৪টি অতিরিক্ত কোচ যুক্ত করা হবে। এছাড়াও, গুরুত্বপূর্ণ রুটগুলোতে স্পেশাল ট্রেন চালানো হবে।

নতুন সংযোজন: স্ট্যান্ডিং টিকিটের ট্রেন

এবারের ঈদে যাত্রীদের জন্য নতুন একটি সুবিধা নিয়ে আসছে বাংলাদেশ রেলওয়ে। অগ্রিম টিকিট না পাওয়া যাত্রীদের জন্য থাকছে স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা। তাৎক্ষণিকভাবে টিকিট কেটে দাঁড়িয়ে এবং বসে ভ্রমণ করার জন্য দুটি বিশেষ ট্রেন চালু করা হবে।

পাহাড়তলী কারখানার ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ আমীর উদ্দিন জানান, স্ট্যান্ডিং টিকিটের যাত্রীদের জন্য নির্মিত ট্রেন দুটিতে লম্বা সিটের ব্যবস্থা থাকবে। প্রতিটি ট্রেনে ১২টি করে বগি থাকবে। আগামী ২৬ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ঢাকায় এই ট্রেন দুটির উদ্বোধন করবেন।

পাঠকপ্রিয়