চট্টগ্রামের রাউজান উপজেলায় নির্বিচারে পাহাড় ও টিলাভূমি কাটার মহোৎসব চলছে। প্রভাবশালী মহল স্কেভেটর ব্যবহার করে পাহাড় কেটে মাটি সরবরাহ করছে ইটভাটা ও বিভিন্ন জমির ভরাট কাজে। এতে এলাকার পরিবেশ ও প্রতিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, পূর্ব রাউজান, পূর্ব কদলপুর, ডাবুয়া, হলদিয়া সহ বিভিন্ন এলাকায় শত শত একর পাহাড় ও টিলাভূমি কেটে সাবাড় করা হয়েছে। এসব এলাকার পাহাড়গুলো এখন ধু ধু মরুভূমিতে পরিণত হয়েছে। কাটা হচ্ছে বনবিভাগ ও সরকারি খাস খতিয়ানভুক্ত মালিকানাধীন জমির পাহাড়।
হলদিয়া ইউনিয়নের জানিপাথর এলাকায় দেখা যায়, বৃক্ষভানুপুর ও বৃন্দাবন এলাকার কয়েকটি ইটভাটা ও ফসলি জমি ভরাটের জন্য পাহাড় কেটে ট্রাকে করে মাটি সরবরাহ করা হচ্ছে। ডাবুয়া, হলদিয়া এবং রাউজান রাবার বাগানের মালিকানাধীন পাহাড় ও ফসলি জমির মাটি ব্যবহার করে রাবার বাগানের ভেতরেই গড়ে উঠেছে অন্তত ২০টি ইটভাটা।
পাহাড় কাটার বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নিচ্ছেন। তিনি বলেন, “অতিরিক্ত দায়িত্ব পালনের চাপ থাকা সত্ত্বেও পাহাড় কাটা বন্ধে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
নির্বিচারে পাহাড় কাটার ফলে এলাকার পরিবেশ ও প্রতিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। এতে ভূমিধস, জীববৈচিত্র্য হ্রাস সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে।