মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম, এক টাকাও দেয়নি সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক

সরকারি অর্থে নির্মিত ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ধর্ম মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখছে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, মসজিদগুলো নির্মাণে সৌদি সরকারের কোনো অনুদান ছিল না। তিনি বলেন, “পতিত স্বৈরাচার সরকারের অধীনে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে, যার খরচ এক বিলিয়ন ডলার। এটি সম্পূর্ণভাবে জনগণের করের টাকায় নির্মিত।”

শফিকুল আলম আরও বলেন, “মসজিদ নির্মাণে অনেক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। একজন প্রভাবশালী মন্ত্রী তার এলাকায় শহরে মসজিদ নির্মাণ না করে আট কিলোমিটার দূরে নিজের রিসোর্টের পাশে মসজিদ করেছেন। প্রতিটি মসজিদের ব্যয় ১৭ কোটি টাকা। ব্যাপক দুর্নীতির কারণে অনেকেই বলছেন, মসজিদগুলো অর্ধেক খরচে নির্মাণ করা যেত।” এসব অভিযোগের প্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে তিনি জানান।

ব্রিফিংয়ে জানানো হয়, প্রধান উপদেষ্টা আগামী ২৬ মার্চ চার দিনের জন্য চীন সফরে যাচ্ছেন। সেখানে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হবে। সম্মেলনে অধ্যাপক ইউনূসও বক্তব্য রাখবেন।

প্রেস সচিব সংস্কার কমিশন নিয়েও কথা বলেন। তিনি জানান, ছয়টি সংস্কার কমিশনের প্রায় ২ হাজার সুপারিশ রয়েছে। যেসব সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই, প্রশাসনিক সিদ্ধান্ত এবং অর্থের সংশ্লিষ্টতা কম, সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা কাজ শুরু করেছেন।

পাঠকপ্রিয়