মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

পুলিশে বড় সংস্কারের আভাস: কনস্টেবল পদ বিলুপ্তির পথে?

নিজস্ব প্রতিবেদক

পুলিশ সংস্কারের অংশ হিসেবে কনস্টেবল পদ বিলুপ্ত করে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে সরাসরি নিয়োগের কথা ভাবছে পুলিশ সদর দপ্তর। এ নিয়ে মাঠ পর্যায়ে মতামত জরিপ চলছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, কনস্টেবল পদ বিলুপ্ত করে ধাপে ধাপে এএসআই (নিরস্ত্র) পদ বাড়ানো হবে। বর্তমানে কনস্টেবল পদ রয়েছে ১ লাখ ৩০ হাজার ৩০৮টি এবং এএসআই (নিরস্ত্র) পদ রয়েছে ১৮ হাজার ৭৩৮টি। নতুন প্রস্তাব অনুযায়ী, আরও ৮ হাজার এএসআই (নিরস্ত্র) পদ সৃষ্টি করা হবে। এর মধ্যে ৪ হাজার পদে কনস্টেবলদের পদোন্নতি দেওয়া হবে এবং বাকি ৪ হাজার পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে, যার শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি বা সমমান। পদোন্নতি পাওয়া কনস্টেবলদের পদগুলো বিলুপ্ত হয়ে যাবে। এভাবে প্রতিবছর এএসআই পদ বাড়বে এবং সমসংখ্যক কনস্টেবল পদ কমতে থাকবে। নতুন এএসআই (নিরস্ত্র) পদের বেতন স্কেল হবে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৪তম গ্রেড (১০২০০-২৪৬৮০)।

গত ৪ মার্চ পুলিশ সদর দপ্তরের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১-এর অতিরিক্ত ডিআইজির দপ্তর থেকে পুলিশের সব ইউনিটে চিঠি পাঠিয়ে এ বিষয়ে মতামত চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বিদ্যমান এএসআই (নিরস্ত্র), এটিএসআই এবং এসআই (সশস্ত্র) পদগুলো আগের মতোই পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। কনস্টেবল ও নায়েকদের মধ্যে ৬০ শতাংশের মতামত নেওয়ার কথা বলা হয়েছে। ১১ মার্চের মধ্যে মতামত জানাতে বলা হয়েছে।

তবে, পুলিশের বিভিন্ন ইউনিট থেকে পাওয়া খবরে জানা গেছে, বেশিরভাগ কনস্টেবল ও নায়েক এই প্রস্তাবের পক্ষে নন। অনেকেই তাই মতামত দেওয়া থেকে বিরত থাকছেন।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মাঠ পর্যায়ের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

বর্তমানে কনস্টেবল, এসআই, সার্জেন্ট ও এএসপি পদে সরাসরি নিয়োগ দেওয়া হয়। কনস্টেবল ও এসআই/সার্জেন্ট নিয়োগ দেয় পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এএসপি নিয়োগ দেয় পাবলিক সার্ভিস কমিশন।

বিএনপি পুলিশ সংস্কার কমিশনে দেওয়া সুপারিশে কনস্টেবল এবং সহকারী পুলিশ সুপার – এই দুই স্তরে নিয়োগের প্রস্তাব করেছিল। কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তরা পদোন্নতির মাধ্যমে এএসআই, এসআই ও ইন্সপেক্টর হতে পারবেন বলে প্রস্তাবে উল্লেখ করা হয়।

পুলিশ সংস্কার কমিশনের সুপারিশে বলা হয়েছে, কনস্টেবল থেকে এএসআই এবং এএসআই থেকে এসআই পদে পদোন্নতির জন্য প্রতিবছর পরীক্ষার পরিবর্তে একবার উত্তীর্ণ হয়ে তিন বছরের জন্য যোগ্য বিবেচিত হওয়ার নিয়ম করা যেতে পারে।

এসব প্রস্তাবের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ সদর দপ্তর এএসআই পদে সরাসরি নিয়োগের বিষয়টি বিবেচনা করছে। পুলিশ রেগুলেশনস ১৯৪৩ অনুযায়ী এএসআই পদে সরাসরি নিয়োগের সুযোগ রয়েছে। তবে, এটি বাস্তবায়ন করতে হলে এসআই (নিরস্ত্র) পদে সরাসরি নিয়োগ বাতিল করতে হবে এবং এসআই পদটি শতভাগ পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে।

উল্লেখ্য, বিশ্বের প্রায় সব দেশেই পুলিশ বাহিনীর সাংগঠনিক কাঠামোর ভিত্তি পদ কনস্টেবল।

পাঠকপ্রিয়