মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

‘আমি সত্যিই সম্মানিত’-বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে বললেন ইয়ংওয়ান চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) ও বস্ত্র খাতের অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং-কে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছে বাংলাদেশ সরকার। বুধবার (আজ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিজ হাতে কিহাক সাং-এর হাতে সম্মানসূচক নাগরিকত্বের সনদ ও পাসপোর্ট তুলে দেন। ১৯৯০-এর দশকে বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে যাত্রা শুরু করে কিহাক সাং এদেশের পোশাক শিল্পকে আজকের অবস্থানে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর এই দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি ও অবদানের প্রতি সম্মান জানাতেই এই নাগরিকত্ব প্রদান করা হয়।

সম্মাননা গ্রহণ করে আবেগাপ্লুত কিহাক সাং বলেন, “বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি সত্যিই সম্মানিত। এই দেশ এবং এর মানুষের প্রতি আমার ভালোবাসা ও অঙ্গীকার সবসময় অটুট থাকবে।”

এর আগে সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিনিয়োগ শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি কেবল একজন ব্যক্তির প্রতিই সম্মান প্রদর্শন নয়, বরং এটি বাংলাদেশের উন্নয়নে বিদেশী বিনিয়োগকারী এবং বন্ধুদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতির এক উজ্জ্বল নিদর্শন। এটি বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যেকার গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

পাঠকপ্রিয়