সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে জামায়াতের কোটি টাকার উদ্যোগ: খনন হবে চট্টগ্রামের বির্জা খাল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি নিজস্ব অর্থায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে নগরের বাকলিয়া এলাকার গুরুত্বপূর্ণ বির্জা খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার পরিকল্পনা গ্রহণ করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাথে সমন্বয় করেই এই জনকল্যাণমূলক কাজটি সম্পন্ন করা হবে বলে জানিয়েছে দলটি। আগামী ১৯ এপ্রিল (শনিবার) এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

চট্টগ্রামে বর্ষা মৌসুম এলেই জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করে, যা নগরবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। শহরের প্রধান সমস্যাগুলোর মধ্যে এটি অন্যতম। এমন পরিস্থিতিতে, ক্ষমতার বাইরে থাকা একটি রাজনৈতিক দলের খাল খননের মতো কাজে এগিয়ে আসাকে নগরবাসী ও বিভিন্ন মহল একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছে।

জামায়াত নেতারা জানিয়েছেন, সামাজিক দায়বদ্ধতা এবং জনগণের কষ্ট লাঘবের লক্ষ্যেই তারা এই উদ্যোগ নিয়েছেন। এ উপলক্ষে সম্প্রতি দেওয়ান বাজারস্থ দলীয় কার্যালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়, যেখানে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর, সাবেক এমপি শাহজাহান চৌধুরী সভাপতিত্ব করেন। সভায় তিনি বলেন, “সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঘবে এবং দেশের উন্নয়ন কাজে সহযোগিতার লক্ষ্যে জামায়াতে ইসলামী নিজস্ব অর্থায়নে এই প্রকল্প গ্রহণ করেছে।” তিনি এই কাজে চসিকের লজিস্টিক সাপোর্ট কামনা করেন এবং এলাকাবাসীসহ সকলকে সহযোগিতার আহ্বান জানান।

প্রকল্পটি বাস্তবায়নের জন্য মহানগর জামায়াত একটি কারিগরি দল (টেকনিক্যাল টিম) গঠন করেছে। এই দলটি ইতিমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রতিনিধিদের সাথে প্রকল্প এলাকা পরিদর্শন এবং সম্ভাব্যতা যাচাই করেছে।

জানা গেছে, এই উদ্যোগ বাস্তবায়নে চসিকের সাথে আনুষ্ঠানিক সমন্বয় করা হয়েছে। মহানগর জামায়াতের নেতৃবৃন্দ সম্প্রতি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সাক্ষাৎ করে খাল খননের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। মেয়র জামায়াতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে বৈঠকে উপস্থিত সূত্র নিশ্চিত করেছে।

চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, “চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সকলের এগিয়ে আসা উচিত। কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে এই বিশাল কর্মযজ্ঞ একা সম্পন্ন করা সম্ভব নয়।” তিনি এই কাজে সরকার, সিটি কর্পোরেশন, সিডিএসহ সকলকে এগিয়ে আসার এবং সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান।

আগামী শনিবার সকাল ৯টায় বাকলিয়া বির্জা খালের খনন কাজ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকল্পটি শুরু হবে বলে আশা করা হচ্ছে, যা জলাবদ্ধতার দুর্ভোগে অতিষ্ঠ নগরবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

পাঠকপ্রিয়