ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে বৈঠক করেছেন। আজ বৃহস্পতিবার (১৫ মে) এই বৈঠকে মিডিয়া সংস্কারের পরিকল্পনা এবং সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ তৈরির বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে।
উপদেষ্টা তাঁর অগ্রাধিকার সম্পর্কে হাইকমিশনারকে অবহিত করেন, যার মধ্যে রয়েছে মিডিয়া সংস্কারের পরিকল্পনা এবং সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ তৈরি করা। তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সহযোগিতার জন্য আরও বিস্তৃত সুযোগ নিয়েও আলোচনা করেন।