মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার নিন্দা চট্টগ্রাম সাংবাদিক নেতাদের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলমের ওপর সুনির্দিষ্ট হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে এই দুই সংগঠনের নেতারা ঘটনাটিকে ন্যাক্কারজনক ও গণতন্ত্রের জন্য হুমকি বলে উল্লেখ করেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি এক বিবৃতিতে বলেন, “বর্তমান সরকার গঠিত হয়েছে ছাত্র-জনতার অসীম আত্মত্যাগের মধ্য দিয়ে। সেই প্রেক্ষাপটে সরকারের একজন উপদেষ্টার ওপর হামলাকে আমরা রাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবেই দেখি।”

তিনি আরও বলেন, ভিন্নমত পোষণ ও দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন নাগরিকদের সাংবিধানিক অধিকার। কিন্তু সেটিকে পুঁজি করে মাহফুজ আলমের মতো একজন উপদেষ্টাকে প্রকাশ্যে লাঞ্ছিত করাকে আমরা আইনের চরম অবমাননা ও ধৃষ্টতা মনে করি।

অন্যদিকে, চট্টগ্রাম মেট্রোপোলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান এক বিবৃতিতে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে যে কেউ তার দাবি জানাতে পারেন। কিন্তু অধিকার আদায়ের নামে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর হামলা একটি বিপজ্জনক প্রবণতা, যা অতীতে পতিত ফ্যাসিবাদী সংস্কৃতিকে উসকে দিতে পারে।

তারা বলেন, বাংলাদেশে দাবি আদায়ের আন্দোলনেরও একটি ঐতিহাসিক বাঁক রয়েছে। কখনো সাফল্য, কখনো ব্যর্থতা থাকলেও সহিংসতা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আজকের এই বাংলাদেশ গড়ে উঠেছে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে। সেই অর্জন রক্ষায় সকল পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পাঠকপ্রিয়