সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

কালুরঘাট ট্র্যাজেডি: উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত চায় এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেন দুর্ঘটনার জন্য রাষ্ট্রীয় অব্যবস্থাপনা ও অবহেলাকে দায়ী করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটি নিহতদের প্রতি শোক এবং আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

শুক্রবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চট্টগ্রাম মহানগর শাখার নেতারা এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে এবি পার্টির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুক এবং যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ছিদ্দিকুর রহমান বলেন, “কালুরঘাট সেতুতে যে হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে, তা আমাদের রাষ্ট্র পরিচালনার চরম অব্যবস্থাপনা ও অবহেলার একটি নির্মম বহিঃপ্রকাশ।”

তারা বলেন, “এই দুর্ঘটনার জন্য শুধু একজন ট্রেনচালক বা লাইনম্যানকে দায়ী করে পার পাওয়া যাবে না। কালুরঘাট সেতুর জরাজীর্ণ অবকাঠামো, নিয়মবহির্ভূত যান চলাচল এবং রেল ও সড়ক ব্যবস্থাপনার সমন্বয়হীনতা-সবই দীর্ঘদিন ধরে চলমান অব্যবস্থাপনার প্রমাণ।”

নেতৃবৃন্দ প্রশ্ন রেখে বলেন, “এই সেতুর পূর্ণ সংস্কার ও আধুনিকায়ন কেন বছরের পর বছর ধরে অবহেলিত? বারবার প্রতিশ্রুতি দিয়ে কেন জনগণের সাথে প্রতারণা করা হয়েছে?”

বিবৃতিতে জননিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের ‘সাংবিধানিক দায়িত্ব’ উল্লেখ করে অবিলম্বে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

একই সঙ্গে কালুরঘাট সেতুর পূর্ণ সংস্কার ও বিকল্প অবকাঠামো নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নেরও আহ্বান জানায় দলটি।

এবি পার্টি আরও বলে, “আমরা চট্টগ্রামের জনগণের পক্ষ থেকে বলছি: আর কোনো মায়ের কোল খালি হোক আমরা চাই না, আর কোনো শিশু যেন প্রশাসনের ব্যর্থতায় জীবন হারায়, তা আমরা মেনে নেব না।”

পাঠকপ্রিয়