সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

নদী থেকে উদ্ধার ৩০ শতাংশ লাশের পরিচয় মিলছে না

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে নদী থেকে উদ্ধার করা লাশের প্রায় ৩০ শতাংশেরই পরিচয় শনাক্ত করা যাচ্ছে না বলে জানিয়েছে নৌ পুলিশ। গত বছরের শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত সংস্থাটির উদ্ধার করা ৭৪১টি লাশের মধ্যে ২৩৩টিই অজ্ঞাত রয়ে গেছে।

সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে উদ্ধার করা চারজনের লাশের পরিচয় ১৩ দিন পরও না মেলায় বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

গত ২৩ আগস্ট কেরানীগঞ্জের মীরেরবাগ ও মাদারীপুর ঘাট এলাকা থেকে এক নারী, এক শিশু এবং এক তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার করে নৌ পুলিশ। তদন্তকারী কর্মকর্তা এসআই মোক্তার হোসেন জানান, ১৩ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কেউ লাশের খোঁজে আসেনি। পরিচয় শনাক্ত না হওয়ায় নারী ও শিশুর লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালে উদ্ধার করা ৪৪০টি লাশের মধ্যে ১৪১টির (৩১ শতাংশ) পরিচয় শনাক্ত করা যায়নি। একইভাবে, চলতি বছরের প্রথম সাত মাসে উদ্ধার করা ৩০১টি লাশের মধ্যে ৯২টির (৩০ শতাংশ) পরিচয় মেলেনি।

নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, নদী থেকে উদ্ধার করা বেশিরভাগ লাশ অর্ধগলিত থাকায় ডিজিটাল পদ্ধতিতে আঙুলের ছাপ নেওয়া সম্ভব হয় না। তখন ম্যানুয়াল পদ্ধতিতে বিভিন্ন থানায় নিখোঁজ জিডির খোঁজখবর নিয়ে এবং ডিএনএ নমুনা ম্যাচিং করে পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়।

তিনি জানান, কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা চারজনের মধ্যে নারী ও শিশুর লাশ হাসপাতালের মর্গে স্থান সংকুলান না হওয়ায় আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। বাকি দুজনের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে সংরক্ষিত আছে।

পাঠকপ্রিয়