সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নিজের প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে ‘আমদানিকারক’ সাজিয়ে তার নামে খোলা ব্যাংক হিসাব ব্যবহার করে ৬৫১ কোটি টাকা বিদেশে পাচার করেছেন।
গ্রেপ্তারের পর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাইফুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহীম খলিলের আদালতে জাহাঙ্গীর আলম এই জবানবন্দি দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।
দুদকের আইনজীবী মোকাররম হোসাইন জানান, জাহাঙ্গীর আলমের জবানবন্দি অনুযায়ী, সাইফুজ্জামান চৌধুরী তার মালিকানাধীন আরামিট গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ইসলামী ব্যাংক ও ইউসিবিএল থেকে শত শত কোটি টাকা ঋণ নেন। সেই ঋণের টাকা প্রথমে জাহাঙ্গীরের নামে খোলা ‘ক্ল্যাসিক ট্রেডিং’ নামের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হতো।
জাহাঙ্গীর আলম জবানবন্দিতে আরও জানান, পরে তার সই করা খালি চেক ব্যবহার করে ওই হিসাব থেকে টাকা তুলে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হতো। সাইফুজ্জামানের নির্দেশনা অনুযায়ী এসব কাজ তদারকি করতেন আরামিটের আরও দুই কর্মকর্তা মো. আবদুল আজিজ ও উৎপল পাল, যারা ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
ঘুষের টাকাও যেত বিদেশে
জবানবন্দিতে জাহাঙ্গীর আলম আরও জানান, সাইফুজ্জামান চৌধুরী ইউসিবিএলের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে স্ত্রী রুকমিলা জামানকে চেয়ারম্যান বানালেও ব্যাংকটি তিনিই নিয়ন্ত্রণ করতেন। শিল্পপতিদের ঋণ দেওয়ার বিনিময়ে নেওয়া ঘুষের টাকাও একই প্রক্রিয়ায় বিদেশে পাচার করা হতো। সীতাকুণ্ডের একটি জাহাজভাঙা প্রতিষ্ঠান এবং কালুরঘাটের একটি পোশাক কারখানাকে ঋণ পাইয়ে দিয়ে ৭৫ কোটি টাকা ঘুষ নেওয়ার তথ্যও দেন তিনি।
দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ জানান, সাইফুজ্জামান ও তার সহযোগীরা হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এ পর্যন্ত তার প্রতিষ্ঠানের তিন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আবদুল আজিজ ও উৎপল পালকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা সবাই আদালতে জবানবন্দি দিয়েছেন। সৈয়দ কামরুজ্জামানসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দুদকের তথ্য অনুযায়ী, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামান আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিদেশে পালিয়ে গেছেন এবং তাদের যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও দুবাইসহ ৯টি দেশে বিপুল সম্পদ রয়েছে।