সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

‘ইসলামী আন্দোলনকে আর জোটে নেব না’—মামুনুল হকের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, তিনি বলেছেন, “ইসলামী আন্দোলন এখন জোটে আসতে চাইলেও আমরা আর নিব না।” তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবিটি পুরোপুরি মিথ্যা এবং মামুনুল হক এমন কোনো মন্তব্য করেননি।

ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ফটোকার্ডে দাবি করা কঠোর অবস্থানের কোনো ভিত্তি মূলধারার গণমাধ্যমে পাওয়া যায়নি। বরং অনুসন্ধানে দেখা যায়, গত শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মামুনুল হক জোটের সমীকরণ নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা ভাইরাল হওয়া উক্তিটির সম্পূর্ণ বিপরীত।

সেদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মামুনুল হক বলেছিলেন, ইসলামী আন্দোলনের নেতারা সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করার চূড়ান্ত ঘোষণা দিয়েছেন এবং তারা কারও সঙ্গে আসন সমঝোতা করছেন না। তাই এই মুহূর্তে আসন সমঝোতার কোনো আশা তারা করছেন না। তবে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। নির্বাচনী বাস্তবতার সম্মুখীন হয়ে আমাদের সবার মাঝে হয়তো আবার নতুন করে উপলব্ধি সৃষ্টি হতে পারে।”

মামুনুল হক তার বক্তব্যে আরও বলেন, “প্রতিদ্বন্দ্বিতার মাঠ থেকে জনআকাঙ্ক্ষার ভিত্তি ও প্রত্যাশা থেকে আমাদের সমঝোতা ভেঙে পড়া পুনরায় নির্মিত হতে পারে। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এ প্রত্যাশা রাখব।”

ফ্যাক্ট-চেক বা যাচাইয়ে দেখা গেছে, মামুনুল হক কখনোই ‘জোটে আসতে চাইলেও আর নেব না’—এমন নেতিবাচক বা চূড়ান্ত প্রত্যাখ্যানমূলক কোনো মন্তব্য করেননি। বরং তিনি সমঝোতার পথ খোলা রাখার এবং পুনর্গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন। ফলে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ফটোকার্ড ও উক্তিটি বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে নিশ্চিত হওয়া গেছে।

পাঠকপ্রিয়