প্রচ্ছদজাতীয়এনবিআরের যুগ্ম কমিশনার অপহরণ মামলায় সাবেক স্বামীসহ ৩ জন...

এনবিআরের যুগ্ম কমিশনার অপহরণ মামলায় সাবেক স্বামীসহ ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কমিশনার মাসুমা খাতুনকে অপহরণের ঘটনায় সাবেক স্বামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

গ্রেফতাররা হলেন, মাসুমা খাতুনের সাবেক স্বামী হারুন-অর-রশিদ, মাসুমা খাতুনের সাবেক গাড়িচালক মাসুদ এবং আব্দুল জলিল ওরফে পনু (৪৮) ও মো. হাফিজ ওরফে শাহনি (৪৮)।

র‍্যাব জানায়, মাসুমা খাতুনের সাবেক স্বামী হারুন-অর-রশিদের পরিকল্পনায় এই অপহরণের ঘটনা ঘটে। হারুনের রাগ-ক্ষোভ ছিল তার সাবেক স্ত্রীর ওপর। সেই ক্ষোভ থেকেই মাসুমা খাতুনকে অপহরণের পরিকল্পনা করেন হারুন।

পরিকল্পনা অনুযায়ী, হারুন ৫০ হাজার টাকায় হাতিরঝিল এলাকায় একটি বাসা ভাড়া নেন। অপহরণের পর মাসুমা খাতুনকে ওই বাসায় না নিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার একটি গ্যারেজে নিয়ে যাওয়া হয়। সেখানে গাড়িতেই মাসুমা খাতুনকে ব্যাপক মারধর করা হয়। পরে তাকে মাদারটেক এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে মাসুমা খাতুনের চিৎকারে এলাকাবাসী ৩ জনকে আটক করে।

এ ঘটনায় রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, বড় মগবাজার থেকে নিজের গাড়িতে করে সিদ্ধেশ্বরীর বাসায় ফিরছিলেন মাসুমা খাতুন। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে তাদের গাড়িতে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়।

চালক গাড়ি থেকে নামলে সংঘবদ্ধ কয়েকজন চাবি কেড়ে নিয়ে গাড়িচালক আনোয়ার ও মাসুমা খাতুনকে মারধর শুরু করে।

এরপর আনোয়ারকে রেখে মাসুমা ও তার গাড়ি সবুজবাগের একটি গ্যারেজে নিয়ে যায় অপহরণকারীরা। মাসুমা খাতুনের মুখ টেপ দিয়ে আটকে রাতভর মারধর করা হয়। পর দিন দুপুর ২টা পর্যন্ত তাকে আটকে রেখে নির্যাতন চলে।

এই বিভাগের আরও পড়ুন

googlee2fa12e91d785426%20(1).html