সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’ এখন বেলা ১২টা থেকে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয়ের নিয়মিত ‘ওপেন হাউজ ডে’র সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগে যেখানে প্রতি মঙ্গলবার বিকেল ৩টায় এটি শুরু হতো, সেখানে এখন থেকে বেলা ১২টায় শুরু হবে।

সোমবার সিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী তারেক আজিজ জানান, জনগণের সুবিধার্থে এই সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

সেবাপ্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা নির্দ্বিধায় আপনাদের অভিযোগ ও সমস্যা নিয়ে বেলা ১২টার মধ্যে দামপাড়াস্থ সিএমপি কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত হোন।”

এছাড়াও, প্রতি রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিএমপি’র বিভিন্ন ক্রাইম ডিভিশন ও ট্রাফিক ডিভিশনসমূহে উপ-পুলিশ কমিশনারদের কার্যালয়ে নিয়মিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ‘ওপেন হাউজ ডে’তে সিএমপি কমিশনার হাসিব আজিজ এর সাথে সরাসরি কথা বলার সুযোগ পান সাধারণ মানুষ।

পাঠকপ্রিয়