প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে তরুণদের উদ্যোগে সিন্ডিকেট ভেঙে ১৪০ টাকায় ডজন ডিম

চট্টগ্রামে তরুণদের উদ্যোগে সিন্ডিকেট ভেঙে ১৪০ টাকায় ডজন ডিম

নিজস্ব প্রতিবেদক

সরকার ডিমের দাম বেঁধে দিলেও বাজারে তার কোনো প্রভাব পড়ছে না। সর্বত্রই ডিম বিক্রি হচ্ছে বাড়তি দামে। এ অবস্থায় চট্টগ্রামে কয়েকজন তরুণ সিন্ডিকেট ভাঙতে খোলা বাজারে ১৪০ টাকা ডজনে ডিম বিক্রি শুরু করেছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে নগরীর বহদ্দারহাট এলাকায় খোলা বাজারে এই ডিম বিক্রি শুরু হয়। প্রথম দিনেই তরুণদের এই উদ্যোগে ব্যাপক সাড়া দিয়েছেন ক্রেতারা।

উদ্যোক্তাদের একজন মোহাম্মদ আরিফ জানান, ” বড় কোম্পানিগুলোর সিন্ডিকেটের কারণে ডিমের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে। বাজারে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। এ অবস্থায় আমরা কয়েকজন তরুণ সরাসরি খামার থেকে ডিম সংগ্রহ করে লাভ ছাড়াই সাধারণ মানুষের কাছে বিক্রি করছি। আমরা প্রতি ডজন ডিম বিক্রি করছি মাত্র ১৪০ টাকায়।”

তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতারা। বিকেলে কম মূল্যে ডিম কিনতে বহদ্দারহাট বাজার এলাকায় ক্রেতাদের ভিড় জমে।

ক্রেতাদের একজন গৃহবধূ শামীমা আক্তার বলেন, “বাচ্চাদের জন্য প্রতিদিন ডিম প্রয়োজন হয়। কিন্তু অতিরিক্ত দামের কারণে সেটা নিয়মিত ক্রয় করা যাচ্ছে না। তরুণরা পাইকারি দামে বাজারে ডিম নিয়ে আসায় এবার সিন্ডিকেট ভাঙবে বলে আশা করছি।”

এই বিভাগের আরও পড়ুন

googlee2fa12e91d785426%20(1).html