সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

টিসিবির পণ্য এখন সবার জন্য: চট্টগ্রামে ৬০টি ট্রাকসেল পয়েন্ট চালু

নিজস্ব প্রতিবেদক

টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি এখন থেকে যাদের কার্ড নেই তারাও টিসিবির পণ্য পাবেন।

চট্টগ্রাম নগরীতে ৬০টি ট্রাকসেল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। আগামী ২৪ অক্টোবর থেকে এসব পয়েন্টে কার্ড ছাড়াই টিসিবির ন্যায্যমূল্যের পণ্য কেনা যাবে।

প্রতিটি ট্রাকসেল পয়েন্টে সপ্তাহে দুদিন পণ্য বিক্রি করা হবে। ৬০টি পয়েন্টকে তিনটি গ্রুপে ভাগ করে প্রতিদিন ২০টি পয়েন্টে ট্রাকে করে পণ্য সরবরাহ করা হবে।

প্রতিটি ট্রাকে ৪০০ জনের জন্য পণ্য থাকবে। ৪৭০ টাকায় ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল পাওয়া যাবে।

টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক অফিসের প্রধান শফিকুল ইসলাম জানান, কার্ডধারীরা আগের মতো ওয়ার্ডভিত্তিক টিসিবির ডিলারদের কাছ থেকে পণ্য নেবেন। নন কার্ডধারীদের জন্য এই ট্রাকসেলের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামে টিসিবির ফ্যামিলি কার্ডধারী আছেন ৫ লাখ ৩৫ হাজার ৫০ জন। এর মধ্যে নগরীতে ৩ লাখ ৩৫ হাজার ৫০ জন এবং ১৫ উপজেলায় ২ লাখ।

পাঠকপ্রিয়