চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বন্ধুর গুলিতে মো. তানিকুল ইসলাম (২০) নামে এক কলেজছাত্র গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চিতাখোলা এলাকায় কর্ণফুলী নদীর তীরে এ ঘটনা ঘটে। আহত তানিকুল ইসলাম রাঙ্গুনিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তানিকুল চিতাখোলা বাজারের পাশে কর্ণফুলী নদীর পাড়ে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এ সময় ইফতেখার (২৪) নামে তার এক বন্ধু অস্ত্রসহ সেখানে আসে। কথা বলার এক পর্যায়ে ইফতেখার তানিকুলের বুকে গুলি করে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানিকুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় অভিযুক্ত ইফতেখারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
তিনি বলেন, “আহত তানিকুল এবং অভিযুক্ত ইফতেখার দুজনেই বন্ধু। তারা কেন ঝগড়া করেছে এবং ইফতেখার কেন তানিকুলকে গুলি করেছে তা এখনো জানা যায়নি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।”
আহত তানিকুলের চাচা মো. রহিম জানান, তার ভাতিজার সাথে ইফতেখারের পূর্বে কোনো শত্রুতা ছিল না। হঠাৎ কেন এ ঘটনা ঘটল তা তিনি জানেন না।