চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড জাতীয় সমবায় পুরস্কার ২০২৩ লাভ করেছে। সার্বিক গ্রাম উন্নয়ন সমবায়ে অবদান রাখায় সমিতিটি এই পুরস্কারের জন্য মনোনীত হয়।
শনিবার (২ নভেম্বর) ৫৩তম জাতীয় সমবায় দিবসে ঢাকায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধিদপ্তরের মাল্টিপারপাস সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ হারুয়ালছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড কে ক্রেস্ট, সনদ ও অর্থমূল্য পুরস্কার প্রদান করেন।
২০১১ সালে মাত্র ১৫ জন কৃষক সদস্য নিয়ে যাত্রা শুরু করে হারুয়ালছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। প্রতিষ্ঠালগ্নে সদস্যরা স্থানীয় একটি খালে বাঁধ দিয়ে পানি জমিয়ে পতিত জমি চাষাবাদের আওতায় আনেন। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা আড়াই হাজার এবং চাষযোগ্য জমির পরিমাণ ৫০০ একর।
সমিতির সভাপতি হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী জানান, মহাজনী ঋণ থেকে কৃষকদের মুক্ত করতে এই সমিতি গঠন করা হয়। সমিতির মাধ্যমে কৃষকরা ধান ও মাছ চাষ শুরু করেন এবং বিক্রি করে ঋণ পরিশোধ করেন।
সমিতির সুবিধাভোগী সদস্য সিএনজি অটোরিকশা চালক মো. সরোয়ার জানান, সমিতি থেকে ঋণ নিয়ে তিনি সিএনজি কিনতে পেরেছেন।
সমিতির সাধারণ সম্পাদক মো. সেলিম উল্লাহ চৌধুরী বলেন, সমবায়ের ভিত্তিতে কৃষিভিত্তিক গ্রাম উন্নয়ন এবং গরীব ও অসহায়দের সহায়তা করাই সমিতির প্রধান উদ্দেশ্য।
ফটিকছড়ি উপজেলা সমবায় কর্মকর্তা এম এ শহিদ ভূঁঞা বলেন, কৃষিভিত্তিক সার্বিক গ্রাম উন্নয়ন সমবায়ে অবদান রাখায় হারুয়ালছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি জাতীয় পুরস্কার লাভ করেছে।