বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে ‘ন্যায্য মূল্যে পণ্য বিক্রি’ কার্যক্রম শুরু করেছে।
বুধবার (৩০ অক্টোবর) খুলশী থানাধীন ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে জামায়াত-শিবিরের স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের জামায়াত মনোনীত সাবেক কাউন্সিলর মাহফুজ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ১৩ নং পাহাড়তলী ইমারত ওয়ার্ডের সেক্রেটারি মহিবুল্লাহ চৌধুরী সহ স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ।
খুলশী থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী আমান উল্লাহ বলেন, “বাজারে এখন কোনো কিছু নিয়ন্ত্রণে নেই। গরিবের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য। তাই সাধারণ মানুষের কথা বিবেচনা করে সংগঠনের পক্ষ থেকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছি।”
তিনি আরও বলেন, “আগামীতে আরও কয়েকটি স্থানে এই কার্যক্রম অব্যাহত থাকবে। সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের এই যাত্রা। সফল আমরা হব। এরই মধ্যে আমাদের ন্যায্যমূল্যে সবজি বিক্রির কার্যক্রম দেখে অনেক পাড়া-মহল্লায় ন্যায্যমূল্যে সবজি বিক্রি শুরু করেছেন। সবজি সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত আমাদের সাধ্য অনুযায়ী এই কাজ কার্যক্রম চলবে।”
১৩ নং পাহাড়তলী পূর্ব সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি এজাজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই কার্যক্রমে প্রায় ৮ রকমের সবজি ন্যায্য মূল্যে বিক্রি করা হয়।