চট্টগ্রামের লোহাগাড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমকে (৪০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জাহাঙ্গীর ওই এলাকার মৃত সৈয়দ আহমদের পুত্র ও চুনতি ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।
লোহাগাড়া থানার এসআই এনায়েত জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিস্ফোরণ মামলার আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ আছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।