চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে।
রোববার (৩ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ নভেম্বর) ৩৫ বছর বয়সী নুর নাহার নামে এক নারীর মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোম উল্লেখ করা হয়েছে।
এ বছর এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারী ১৪ জন, পুরুষ ৯ জন এবং শিশু ৩ জন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৪৯ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নভেম্বর মাসের গত তিন দিনে মোট আক্রান্তের সংখ্যা ১১১ জন। চলতি বছরে জেলায় মোট ৩ হাজার ৪৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
চলতি বছরের শুরু থেকে ৩ নভেম্বর পর্যন্ত শনাক্তদের মধ্যে ১ হাজার ৯৪৫ জন নগরীর বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার। মোট শনাক্ত ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষ ১ হাজার ৬৫৮ জন, নারী ৮৪৭ জন এবং শিশু ৫৪১ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল।
এছাড়া ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।