বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রচ্ছদচট্টগ্রামবাঁশখালীতে যুবকের লাশ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

বাঁশখালীতে যুবকের লাশ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও গোয়াজর পাড়া এলাকা থেকে মো. ফোরকান (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার লাশটি উদ্ধার করা হয়।

ফোরকান একই ইউনিয়নের পশ্চিম বৈলগাঁও হাজিরপাড়া এলাকার বাসিন্দা।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, যুবকের লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গলায় আঘাতের চিহ্ন স্পষ্ট। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

স্থানীয়দের বরাত দিয়ে সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল জানান, নিহত যুবকের গায়ে হাফ নরমাল প্যান্ট ও গেঞ্জি ছিল।

এ ঘটনায় এলাকায় নানা রকম আলোচনা চলছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

এই বিভাগের আরও পড়ুন